টাঙ্গাইলে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

|

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে টাঙ্গাইল সদর উপজেলায় অসহায় হতদরিদ্র পরিবার ও বিধবাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (২২ মে) টাঙ্গাইল সদর উপজেলার ইউএনও রানুয়ারা খাতুন প্রধান অতিথি হিসেবে তার কার্যালয় চত্বরে ২০ জন নারীর হাতে ২০টি ছাগল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন।

ইউএনও রানুয়ারা খাতুন বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২০ জন নারীর মাঝে এই ছাগল বিতরণ করা হলো। যাতে করে এই ছাগল লালন পালন করে তাদের সংসার চালাতে পারে।

এদিকে গরীব অসহায় যারা ছাগলগুলো পেয়েছেন তারা খুবই খুশি এবং সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply