Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী ঝাড়ু মিছিল

ঝাড়ু হাতে মাদক কারবারীদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন অষ্টগ্রামবাসী।

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী ঝাড়ু মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার (২২ মে) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে স্থানীয় দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দক্ষিণপাড়া হকবাড়ি থেকে বের হয়ে সদর-আশুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। এরপর অষ্টগ্রাম মসজিদের সামনে সমাপনী সমাবেশ করেন বিক্ষুব্ধরা।

সঅ বক্তারা বলেন, অষ্টগ্রামে অন্তত ৫টি পয়েন্টে মাদক বেচাকেনা হয়। মাদক কারবারীদের জন্য এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। মাদকসেবীরা রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজগামী মেয়েদের ইভটিজিং করে। এলাকায় সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, নাজির হোসেন চিশতি, ফাইজুর রহমান ও তুহিন সরকার প্রমুখ।

/এসএইচ

Exit mobile version