Site icon Jamuna Television

আফগানিস্তানে খাদ্য সহায়তায় ১ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে জাতিসংঘের মাধ্যমে খাদ্য সহায়তার জন্য নগদ এক কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। খাদ্য সহায়তার জন্য জাতিসংঘের মাধ্যমে এই অর্থ দেয়া হবে।

রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ইউএন ওসিএইচএ) মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনা অনুযায়ী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন আফগানিস্তানকে এই সহায়তা পাঠাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ অর্থ আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে। এই অনুদান দেয়ার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।

ইউএইচ/

Exit mobile version