Site icon Jamuna Television

উইন্ডিজ সিরিজে লাল বলে দেখা যাবে মোস্তাফিজকে; ৩ বছর পর দলে বিজয়

উইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। নানা আলোচনার পর অবশেষে টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড ।

রোববার (২২ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। হজ পালনের জন্য ছুটি নেয়ায় কোনো ফরম্যাটেই নাম নেই মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের। ছুটির গুঞ্জন থাকলেও তিন ফরম্যাটের দলে আছেন সাকিব আল হাসান। তবে ওয়ানডে না-ও খেলতে পারেন তিনি। গুঞ্জন আছে, সে সময় ছুটিতে থাকবেন তিনি।

এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়াও, ৩ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এনামুল হক বিজয়।

এক নজরে তিন ফরম্যাটের বাংলাদেশ দল-

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। 

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, ও এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

Exit mobile version