Site icon Jamuna Television

দুর্নীতি: নর্থ সাউথের ৪ ট্রাস্টিকে হাইকোর্টের আদেশে গ্রেফতার করলো পুলিশ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান, এম এ কাশেম, বেনজীর আহমেদ ও রেহানা রহমানকে রোববার (২২ মে) রাত ১১ টায় হাইকোর্ট থেকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চের লিখিত আদেশে তাদেরকে শাহবাগ থানার কাছে হস্তান্তর করা হয়।

বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্ডারটি লেখা ও সেকশনে নিয়ে যাওয়াসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় ব্যয় হয়, যে কারণে দুপুরে আসামিদের আগাম জামিনের আবেদন বাতিল হলেও তাদের হস্তান্তর করতে করতে রাত ১১টা বেজে যায়।

শাহবাগ থানা পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে বিচারিক আদালতে সমর্পন করবে। ৪ আসামি রাতে শাহবাগ থানার হাজতেই থাকবেন বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version