রাজধানীর মগবাজার মোড়ে গ্যাসের লাইনে বিস্ফোরণ হয়েছে। তবে আগুন না ধরার কারণে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২২ মে) রাত এগারোটার কিছু পরে গ্যাসের লাইন বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন সেখানে কর্মরত কর্মচারীরা।
জানা গেছে, ইস্কাটন থেকে মগবাজারগামী রাস্তার উন্নয়ন কাজ চলার সময় রাস্তা খোড়ার ভ্যাকু মেশিনের আঘাতে গ্যাসের লাইন ফেটে যায়। লাইন ফেটে যাওয়ার সাথে সাথে তীব্র বেগে গ্যাস নিঃসরণ হতে শুরু করে। গ্যাস নিঃসরণের তীব্রতা এতোটাই বেশি যে সেখানে কর্মরত তিনজন কর্মচারী মিলেও গ্যাস নিঃসরণ বন্ধ করতে পারেননি।
প্রসঙ্গত, গ্যাসের লাইন ফেটে যাওয়ার দুই ঘণ্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে দেখা মেলেনি তিতাসের কোনো কর্মকর্তার।
/এসএইচ
মগবাজারে গ্যাসের লাইনে বিস্ফোরণ

গ্যাসের লাইন ফেটে যাওয়ার দুই ঘণ্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে দেখা মেলেনি তিতাসের কোনো কর্মকর্তার।
