Site icon Jamuna Television

অর্থ আত্মসাৎ মামলায় এনএসইউয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে পুলিশে হস্তান্তর হাইকোর্টের

ছবি: সংগৃহীত।

৩০৩ কোটি ৮২ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ মে) রাত ১১টার দিকে হাইকোর্ট থেকে তাদের শাহবাগ থানার কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৩ মে) ট্রাস্টি বোর্ডের ওই চার সদস্যকে নিম্ন আদালতে হাজির করা হবে। তবে মামলাটি যেহেতু দুদক তদন্ত করছে, তাই পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে না।

এরআগে, আগাম জামিন চাইতে গেলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা নাকচ করেন। সেই সঙ্গে তাদের পুলিশে সোপর্দ করার নির্দেশ দেয়া হয়।

এসজেড/

Exit mobile version