Site icon Jamuna Television

ইউক্রেনে বৃদ্ধি করা হলো সামরিক আইনের মেয়াদ

ইউক্রেনে জারিকৃত ‘মাশার্ল ল’ বা ‘সামরিক আইনের’ মেয়াদ আরও ৯০ দিন বৃদ্ধি করা হলো। ২৩ আগস্ট পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত।

দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে প্রচারিত ভাষণে এ কথা জানান প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তার দাবি, বিশ্বের অন্যতম শক্তিশালী রুশবহরের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ইউক্রেনীয় সরকার। আগামী কয়েক বছর, রাশিয়ার সেনাবাহিনী পায়ের তলায় মাটি খুঁজে পাবে না এমনটাও জানান তিনি।

মাশার্ল ল’ অনুসারে, সেনা সদস্যদের হাতে বেশিরভাগ ক্ষমতা দেয়া হয়েছে। ১৮ থেকে ৬০ বছর বয়সী কর্মক্ষম পুরুষদের ইউক্রেন ত্যাগে আরোপ করা হয় নিষেধাজ্ঞা। তাছাড়া, বেসামরিক ইউক্রেনীয়দের যুদ্ধে যোগদানের আহ্বান জানানো হয়। গেলো ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাড়ে ৩ হাজার বেসামরিক নাগরিক।

এটিএম/

Exit mobile version