Site icon Jamuna Television

জনসম্মুখে এলেন ইউক্রেনের ফার্স্ট লেডি

জনসম্মুখে এলেন ইউক্রেনের ফার্স্ট লেডি, ওলেনা জেলেনস্কা। রোববার (২২ মে) রাষ্ট্রীয় গণমাধ্যম আইসি টিভিতে দেন বিরল সাক্ষাৎকার। দেশটিতে রাশিয়া আগ্রাসন চালানোর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেখা গেলো ফার্স্ট লেডিকে। এ বছর ফেব্রুয়ারি মাসে তিনি নিহতদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন জনসম্মুখে।

রোববারের সাক্ষাৎকারে ওলেনা জানান, ইউক্রেনের বাদবাকি পরিবারের মতোই তারাও ভঙ্গুর-বিচ্ছিন্ন। তিনি ও সন্তানরা গেলো তিন মাস যাবৎ প্রেসিডেন্টের দেখা পান না। কারণ তিনি কাজ পাগল মানুষ। দেশে যুদ্ধ চলাকালীন সময়ে তার কাছে পরিবারের তুলনায় দেশ গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারে প্রকাশ পায় সঙ্গী এবং প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির প্রতি তার অগাধ ভালোবাসা। এ ছাড়া তার কথায় প্রকাশ পায় সহধর্মীকে হারানোর ভীতি।

ওলেনা আরও জানান, কেউ আমার জীবনসঙ্গীকে কেড়ে নিতে পারবে না; এমনকি যুদ্ধও না। এটি সত্য যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাকি পরিবারগুলোর মতো আমরাও বিচ্ছিন্ন। আড়াই-তিন মাস যাবৎ তার সাথে দেখা নেই। শুধু টেলিফোনে কথা হয়। এই অনুষ্ঠানের বদৌলতে কতোদিন পর একসাথে চা পান করছি। এই সময়টুকু আমার কাছে অমূল্য।

এটিএম/

Exit mobile version