Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে শেয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে শেয়ালের মাংস বিক্রির অপরাধে রঞ্জিত চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কয়েক কেজি শেয়ালের মাংস জব্দ করা হয়।

সোমবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার সদর আলেকজান্ডার বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী এ রায় দেন। রঞ্জিত চন্দ্র দাস উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুমদ চন্দ্র দাসের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও রামগতি থানার পুলিশ সদস্যরা।

এটিএম/

Exit mobile version