Site icon Jamuna Television

পরাজয়ের হতাশায় লা লিগা মিশন শেষ করলো বার্সেলোনা

ছবি: সংগৃহীত

পরাজয়ের হতাশা দিয়ে লাল লিগা মিশন শেষ করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ২-০ গোলে হেরেছে কাতালান ক্লাবটি। অপর ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ক্যাম্প ন্যুতে আক্রমণাত্মক শুরু পায় বার্সেলোনা। কিন্তু একের পর এক সুযোগ মিসে গোল পাওয়া হয়নি দলটির। উল্টো ম্যাচের ৪১ মিনিটে লিড নেয় ভিয়ারিয়াল। দারুণ ফিনিশিংয়ে স্কোর শিটে নাম তোলেন আলেফেন্সো পেদ্রাসা।

বিরতির পর ব্যবধান দ্বিগুন করে ভিয়ারিয়াল। বার্সা ডিফেন্ডার অ্যাডামা ট্রাউরের ভুলে গোল করেন মোই গোমেস। ৭৩ মিনিটে আনসু ফাতির প্রচেষ্টা গোললাইনে প্রতিহত হয়। ফিরতি বলে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের করা গোল বাতিল হয় অফসাইডে। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি বার্সেলোনা। এই হারে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলো জাভি হার্নান্দেসের দল।

আরও পড়ুন: রিয়ালে এমবাপ্পে না যাওয়ায় বার্সা সমর্থকদের কণ্ঠে ‘কোথায় গেল এমবাপ্পে’ (ভিডিও)

/এম ই

Exit mobile version