Site icon Jamuna Television

মির্জাপুরে ট্রাক চাপায় কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় ইয়াছিন হোসেন কানন নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন হোসেন কানন মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের আমীর হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বন্ধু শহীদুল ইসলাম (২৫)। তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাইপাস আন্ডারপাসের উপরে এ ঘটনা ঘটে। বিষয়টি গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইয়াসিন হোসেন কানন তার বন্ধু শহীদুলকে নিয়ে মোটরসাইকেল যোগে মির্জাপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। বাড়ি থেকে ৩০০ গজ দূরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস আন্ডারপাসের উপরে আসলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন শহীদুল।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version