Site icon Jamuna Television

কানাডায় মৌসুমী ঝড়ে প্রাণ গেলো ৮ জনের, অন্ধকারে ১০ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

কানাডায় মৌসুমী ঝড়ের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। এছাড়া ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ১০ লাখের কাছাকাছি গ্রাহক। খবর সিএনএনের।

সোমবার (২৩ মে) দেয়া এক বিবৃতিতে কানাডার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা তাণ্ডব চালায় ঝড়টি। এ সময়, বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৩২ কিলোমিটার, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও ও কুইবেক রাজ্য। ঝড়ো বাতাস, বজ্রাঘাত আর প্রবল বৃষ্টিতে রাজ্যগুলো বিপর্যস্ত। কুইবেকে সাড়ে ৫ লাখ ঘরবাড়ি ও স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন।

দেশটির ৪০ শতাংশ মানুষের বসবাস অন্টারিওতে। কানাডার ইলেকট্রিসিটি ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ‘হাইড্রো ওয়ান’ জানিয়েছে, প্রত্যেক গ্রাহককে সংযোগ ফিরিয়ে দিতে আরও কয়েকদিন সময় প্রয়োজন। কারণ, বৈরী আবহাওয়ায় উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি-গাছপালা; ভেঙে পড়েছে যোগাযোগ কাঠামো।

এদিকে, আগামী সপ্তাহের মধ্যে আরও কয়েকটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে কানাডার আবহাওয়া অধিদফতর।

/এসএইচ

Exit mobile version