Site icon Jamuna Television

পিচিচি জিতলেন বেনজেমা

ছবি: সংগৃহীত

দারুণ মৌসুম কাটানো করিম বেনজেমার হাতে উঠলো লা লিগার পিচিচি ট্রফি। এই মৌসুমে সর্বোচ্চ ২৭ গোল করার মাধ্যমে ক্যারিয়ারের প্রথমবারের মতো লা লিগার সর্বোচ্চ গোলদাতা হলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

২০২১-২২ মৌসুমে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন করিম বেনজেমা। লা লিগায় গোল করার ক্ষেত্রে বেনজেমার প্রতিদ্বন্দ্বী নেই কেউ। লিগে তারপর সর্বোচ্চ ১৮ গোল নিয়ে দুইয়ে আছে ইয়াগো আসপাস। রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র ও এস্পানিওলের রাউল দে টমাস করেছেন ১৭টি করে গোল।

২০০৯ সালে রিয়ালে যোগ দেয়ার পর এই প্রথম পিচিচি ট্রফি জিতলেন বেনজেমা। চলতি মৌসুমে চ‍্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে আছেন তিনি। রিয়ালকে ফাইনালে নিয়ে যাওয়ার পথে করেছেন ১৫ গোল। এ পর্যন্ত সর্বোচ্চ ৮ বার পিচিচি জিতেছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

আরও পড়ুন: অলরেডদের দর্শক বানিয়ে ৫ মিনিটে ৩ গোলের ঝড়ে ৫ বছরে চতুর্থ লিগ শিরোপা ম্যান সিটির

/এম ই

Exit mobile version