Site icon Jamuna Television

টেকনাফে ২ কেজি আইস ও বার্মিজ মদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে।

সোমবার (২৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র টহল টিম নাফ নদীর কামালের জোড়া নামক এলাকায় কেওড়া বনে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা মিয়ানমার থেকে নাফ নদী পার করে টেকনাফে মাদক পাচার করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পলিথিনে মোড়ানো ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ফেলে দিয়ে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা তা জব্দ করে।

অপর দিকে একই দিনে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের আরেকটি টহল টিম ভোরে নাফ নদীর শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১১৮ বোতল বার্মিজ মদ উদ্ধার করে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মাদক কারবারিরা এসব মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে পাচার করছিল। মাদক উদ্ধারের ঘটনায় টেকনাফ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version