Site icon Jamuna Television

কারাগার থেকে হাসপাতালে হাজী সেলিম

হাজী সেলিম। ফাইল ছবি।

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল নয়টায় অ্যাম্বুলেন্সে হাজী সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান জানান, হাজী সেলিম হৃদরোগে আক্রান্ত। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডিত হাজী সেলিম রোববার বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৭’এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শহীদুল ইসলাম জামিন আবেদন নাকচ করে হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালত থেকে হাজী সেলিমকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

আরও পড়ুন: হাজী সেলিমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

/এম ই

Exit mobile version