Site icon Jamuna Television

প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতলেন সন ও সালাহ

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট যৌথভাবে জিতেছেন টটেনহামের ফরোয়ার্ড সন হিউং মিন এবং লিভারপুলের রাইট উইঙ্গার মোহামেদ সালাহ। দু’জনই করেছেন সমান ২৩ গোল।

শেষ ম্যাচের আগে সালাহর গোল ছিল ২২ আর সনের ছিল ২১। শেষ দিনের নাটকীয়তায় সমান ২৩ গোল করে নিয়ে এই পুরস্কার ভাগাভাগি করে নেন তারা।

আরও পড়ুন: অলরেডদের দর্শক বানিয়ে ৫ মিনিটে ৩ গোলের ঝড়ে ৫ বছরে চতুর্থ লিগ শিরোপা ম্যান সিটির

এর আগে একবার গোল্ডেন বুট জিতেছিলেন লিভারপুলের ‘ইজিপশিয়ান কিং’ সালাহ। ২০১৭-১৮ মৌসুমে অলরেডদের হয়ে রেকর্ড ৩২ গোল করেছিলেন সালাহ। আর প্রথমবারের মত যৌথভাবে গোল্ডেন বুট জিতলেন সন হিউং মিন।

আরও পড়ুন: পিচিচি জিতলেন বেনজেমা

/এম ই

Exit mobile version