Site icon Jamuna Television

আসামে ভয়াবহ বন্যায় আরও ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

আসামে ভয়াবহ বন্যায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। রোববার মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এখনও ২২ জেলায় পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগাও জেলা; সেখানেই দুর্ভোগে রয়েছেন সাড়ে তিন লাখের মতো বাসিন্দা। এরপরই রয়েছে চাঁচাড় ও হোজাই জেলা। কিন্তু বৈরী আবহাওয়া আর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণে দুর্গত এলাকাগুলোয় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহযোগিতা। বর্তমানে ২৬৯টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ। এই বন্যায় ডুবে গেছে রাজ্যটির ৯৫ হাজার হেক্টরের বেশি আবাদি জমি।

দেশটির জাতীয় আবহাওয়া অফিস পূর্বাভাসের জানিয়েছে, ২৬ মে পর্যন্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে।

ইউএইচ/

Exit mobile version