Site icon Jamuna Television

যাকে তাকে পুলিশি প্রটোকল দেয়ার বিষয়ে গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

যাকে তাকে পুলিশি প্রটোকল দেয়ার বিষয়ে পুলিশের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

সোমবার (২৩ মে) দুপুরে মোহাম্মদপুরের একটি হাসপাতালে আসামির কোপে কব্জি হারানো পুলিশ সদস্যকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, আহত ওই পুলিশ কনস্টেবল ভালো আছেন। অপারেশন করে হাত জোড়া লাগানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

পিকে হালদারকে ফিরিয়ে আনার বিষয়ে আইজিপি বলেন, যেহেতু মামলা দুদকের; তাকে ফিরিয়ে আনার বিষয়ে দুদক কাজ করছে। পুলিশ দুদককে সহযোগিতা করছে।
আরও পড়ুন: আত্মসমর্পণের পর কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি
ইউএইচ/

Exit mobile version