Site icon Jamuna Television

ছাত্রদলের নেতারা ছাত্র না, তাদের শিক্ষা দেয়া হতো টেন্ডারবাজির: আল নাহিয়ান খান জয়

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

গাজীপুর প্রতিনিধি:

ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্র না, তাদের শিক্ষা দেয়া হতো টেন্ডারবাজি, চাঁদাবাজি করার জন্য। তাদের যে
বস খুনি জিয়া, সেই খুনি জিয়া তাদের এসব শিক্ষা দিয়েছিল। ছাত্রদলের মাঝে অর্থের লোভ ঢুকিয়ে দিয়েছিল, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নহিয়ান খান জয়।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় টঙ্গী সরকারি কলেজ মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাত বার্ষিকীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সব সময় সর্তক থাকতে হবে। যেখানেই ছাত্রদলের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা করবে, সেখানেই তাদেরকে গণধোলাই দিয়ে বাসায় পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। ছাত্রলীগ নেতাকর্মীরা মাদক মামলা, অস্ত্র মামলার আসামি হতে পারে না।

বিভিন্ন জেলা কমিটি বিষয়ে তিনি বলেন, করোনাকালীন সময়ে দেশের বিভিন্ন জেলায় সম্মেলন করা যায়নি তাই অতি শীঘ্রই বিভিন্ন জেলায় সম্মেলন দিয়ে কমিটি ঘোষণা করা হবে।

পরে, ভাওয়াল বীর, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মোনাজাতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

/এসএইচ

Exit mobile version