Site icon Jamuna Television

অর্থ আত্মসাৎ মামলায় আমান গ্রুপের চেয়ারম্যানসহ কারাগারে ২

৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় আমান গ্রুপের চেয়ারম্যান এবং দুই পরিচালককে জেল হাজতে পাঠিয়েছেন রাজশাহীর একটি আদালত।

সোমবার (২৩ মে) দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই শিল্পগ্রুপের তিন অংশীদারকে জেলহাজতে পাঠানো হয়।

২০১৪ সালে যমুনা ব্যাংক থেকে ৪২ কোটি টাকা ঋণ নেয় তারা। সুদ আসলে পরিমাণ দাঁড়ায় ৬৮ কোটি টাকা। কিন্তু ঋণ পরিশোধ না করে মর্টগেজ রাখা সম্পত্তি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে তারা। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ব্যাংক কর্তৃপক্ষ আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, দুই পরিচালক শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করে।

আরও পড়ুন: যাকে তাকে পুলিশি প্রটোকল দেয়ার বিষয়ে গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

জেডআই/

Exit mobile version