Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রী মহাকাশ জয় করলেও মানুষের মন জয় করতে পারেননি’

প্রধানমন্ত্রী মহাকাশ জয় করলেও মানুষের মন জয় করতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এইচ এম এরশাদ বলেন, মানুষের মন জয় করা কঠিন; আর এই কঠিন কাজটিই করতে হবে শেখ হাসিনাকে। এসময় তিনি বলেন, সরকার রোহিঙ্গাদের দায়িত্ব নিয়েছে; কিন্তু একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারবে না। এ রোহিঙ্গাদের বোঝা আমাদেরই বইতে হবে বলে জানান তিনি। ব

গুড়ার সাবেক এমপি এটিএম আমিনুল ইসলাম পিন্টু ও ঝিনাইদহে প্রকৌশলী মহিউল ইসলাম বাবুর নেতৃত্বে আওয়ামী লীগ-বিএনপি ও কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান করেন এই অনুষ্ঠানে।

Exit mobile version