Site icon Jamuna Television

নতুন নেতৃত্বের ঘোষণা ছাড়াই শেষ ছাত্রলীগের জাতীয় সম্মেলন

নতুন নেতৃত্বের ঘোষণা ছাড়াই শেষ হলো ছাত্রলীগের দুইদিন ব্যাপী ২৯ তম জাতীয় সম্মেলন। দু-এক দিনের মধ্যেই আওয়ামী লীগ সভানেত্রী নতুন নেতৃত্ব নির্বাচন করবে বলে জানিয়েছেন বিদায়ী কমিটির নেতারা।

শনিবার সকাল থেকে ইঞ্জিনিয়ারর্স ইনিস্টিটিউশনে জড়ো হতে থাকে পদ প্রত্যাশী এবং সাধারণ কর্মীরা। এসময় বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণা ছাড়াও ছাত্রলীগের সাবেক নেতাদের দ্বারা তৈরী সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দেয় কর্মীরা। চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে পারায় দুপুর সাড়ে বারোটায় মুলতবি করা হয় প্রথম অধিবেশেন। পরে বিকেল সাড়ে তিনটায় বিদায়ী কমিটির নেতারা জানান দ্রুততম সময়ের মাঝেই দেয়া হবে ছাত্রলীগের নতুন কমিটি।

Exit mobile version