Site icon Jamuna Television

নিখোঁজের ১০ দিন পর সেই সংখ্যালঘু পরিবারের সদস্যদের উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি থেকে স্ব-পরিবারে নিখোঁজের ১০ দিন পর অবশেষে সুকুমার বাড়ই ও তার পরিবারের অপর ৩ সদস্য কে উদ্ধার করেছে পুলিশ। আজ বিকালে ঝিনাইদহ শহরের আরাপপুর একটি বাড়ি থেকে তাদের কে উদ্ধার করা হয়।

গত ৪ মে সন্ধ্যায় কালীগঞ্জের পারখালকুলা গ্রামের কৃষক সুকুমার বাড়ই ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যায়। স্থানীয়রা জানায়, এলাকার প্রভাবশালীরা তাদের জমাজমি নিয়ে চাপের মুখে রেখেছিল, জমি লিখে নেয়ার চেষ্টা করছিল। না দেয়ায় হুমকি পেয়ে বাড়ি ছাড়ে বলে তাদের ধারনা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঝিনাইদহ পুজা উদযাপন পরিষদের সহায়তায় তাদেরকে শহরের আরাপপুর থেকে উদ্ধার করা হয়। সেখানে এক পরিচিতের বাড়ি তারা আশ্রয় নিয়েছিল। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Exit mobile version