Site icon Jamuna Television

যুদ্ধের বিরোধিতা করে জাতিসংঘ থেকে পদত্যাগ রুশ কূটনীতিকের

পদত্যাগকারী বসির বন্ডারেভ। ছবি: সংগৃহীত।

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন এক রুশ কূটনীতিক। জেনেভায় সংস্থাটির কার্যালয়ে রাশিয়ার কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন পদত্যাগকারী বরিস বন্ডারেভ। খবর বিবিসির।

এই যুদ্ধকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিচারবুদ্ধিহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন বন্ডারেভ। বলেন, গত ফেব্রুয়ারি থেকে যে আগ্রাসন চালানো হচ্ছে তা কেবল ইউক্রেনবাসীর সাথেই নয়, রাশিয়ার জনগণের সাথেও অপরাধের শামিল। শতশত নিরপরাধ মানুষের মৃত্যু মানতে পারছেন না উল্লেখ করেন বন্ডারেভ জানিয়েছেন, তার ২০ বছরের কূটনৈতিক জীবনে নিজ দেশকে নিয়ে এতোটা লজ্জায় কখনও পড়তে হয়নি তাকে।

এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। বন্ডারেভের পদত্যাগের একটি নথি এরই মধ্যে বিভিন্ন কূটনীতিক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে বন্ডারেভ নিজের ২০ বছরের কর্মজীবন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার পক্ষে আর এমন রক্তক্ষয়ী যুদ্ধ দেখা সম্ভব নয়। তাছাড়া তিনি মনে করেন, এই যুদ্ধের একমাত্র কারণ ক্ষমতার লোভ।

এসজেড/

Exit mobile version