Site icon Jamuna Television

‘এ মুহূর্তে দেশে কোনো মাঙ্কিপক্স রোগী নেই’

বিএসএমএমইউ'র উপাচার্য ডা‍. অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

এ মুহূর্তে দেশে কোনো মাঙ্কিপক্স রোগী নেই বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ।

তবে এই রোগের উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে গেলে তাকে আলাদা ওয়ার্ডে রাখার পরামর্শ দেয়া হয়েছে। এমনকি বিএসএমএমইউতে কোনো রোগী আসলে তাকেও আইসোলেশনে রাখার কথা জানান উপাচার্য। তিনি বলেন, এমন রোগীকে ন্যূনতম ২১ দিন আইসোলেশনে রাখতে হবে। মাঙ্কিপক্স রোগে মৃত্যুহার খুবই কম জানিয়ে ডা. শারফুদ্দীন বলেন, মাঙ্কিপক্স রোগীর যন্ত্রণা খুব বেশি। সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ বলেন, করোনার সময়ে যেভাবে জিনোম সিকোয়েন্সিং করেছি, মাঙ্কিপক্সের কোনো রোগী পেলেও তা করা হবে। আমরা পিসিআরের ব্যবস্থা করেছি। ডিএনএ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থাও করেছি। আমরা এমন রোগী পেলে ২১ দিন পর্যন্ত আইসোলেশনে রাখবো।

আরও পড়ুন: বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্ত হয়নি, কোনো একটি পক্ষ গুজব ছড়িয়েছে: ভিসি

/এম ই

Exit mobile version