Site icon Jamuna Television

বরিশালে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

বরিশাল ব্যুরো:

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে রওশনারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার স্বামী ভ্যানচালক মান্নান সরদার।

মঙ্গলবার (২৪ মে) সকালে বরিশাল-গোপালগঞ্জ সড়কের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রওশনারা-মান্নান দম্পতি উপজেলার পতিহার গ্রামের বাসিন্দা। সকালে ছাগল নিয়ে ভ্যান গাড়িতে পতিহার থেকে রাজিহার যাচ্ছিলেন তারা। ভ্যান গাড়ি মান্নান সরদার নিজেই চালাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে রওশনারা সড়কে ছিটকে পড়েন। এ সময় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মান্নান সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version