Site icon Jamuna Television

মুলাদীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো:

বরিশালের মুলাদীতে মনির হাওলাদার নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে মুলাদী উপজেলার কাজিরচর এলাকায় নিজ বসত বাড়ি সংলগ্ন জমির আইলের ওপর থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, স্থানীয় বাসিন্দা আলম হোসেন ও জামাল মৃধা।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের জখম রয়েছে, উপড়ে ফেলা হয়েছে বাম চোখ। মনির মুলাদী বাস কাউন্টারে কেরানীর কাজ করতেন। তার সাথে কারো বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার রাত থেকে মনির নিখোঁজ ছিল বলে জানিয়েছে তার পরিবার।
আরও পড়ুন: বরিশালে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
ইউএইচ/

Exit mobile version