Site icon Jamuna Television

ক্রমেই অবনতি হচ্ছে আসামের বন্যা পরিস্থিতি

ছবি: সংগৃহীত

ক্রমেই অবনতি হচ্ছে ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি। ২২ জেলায় এখনো পানিবন্দি ৮ লাখের বেশি মানুষ। বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে বন্যার পানি। এর ফলে বাস্তুচ্যুতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। খাবার এবং সুপেয় পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা।

এদিকে, চলমান দুর্যোগে দুই লাখের বেশি গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছেন মালিকরা। দুর্ভোগে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরাও। বন্যপ্রাণীদের সুরক্ষায় এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দেশটির বনবিভাগ।

ইউএইচ/

Exit mobile version