Site icon Jamuna Television

নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার তার পরিবার নিশ্চিত করে এ তথ্য।
কুয়ালালামপুর পুলিশ জানায়, বাড়িটি থেকে দুই গাড়িভর্তি বিভিন্ন আকারের বক্স সরিয়ে নেয়ার খবর পেয়ে তল্লাশি শুরু করে তারা।

উর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযোগ, দেশ ছেড়ে পালানোর আগে রাষ্ট্র সংশ্লিষ্ট গোপন নথি সরাচ্ছিলেন নাজিব। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লোপাটের অভিযোগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। আজই ইন্দোনেশিয়ার উদ্দেশে তার দেশ ছাড়ার কথা ছিল নাজিব রাজাকের।

গতকাল নির্বাচনে পরাজয়ের দায় মাথায় নিয়ে নিজের রাজনৈতিক জোট ‘বারিসন ন্যাশনাল’ থেকে পদত্যাগ করেন তিনি।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, এসব ঘটনা থেকেই স্পষ্ট নাজিব দীর্ঘদিনের জন্য দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। মঙ্গলবার নাগাদ ক্ষমতাসীন জোট প্রধান আনোয়ার ইব্রাহিম রাষ্ট্রীয় ক্ষমা ও মুক্তি পেতে পারেন বলেও আভাস দেন তিনি।

Exit mobile version