Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে খর্বকায় তরুণ তিনি

বিশ্বের সবচেয়ে খর্বকায় তরুণের আনুষ্ঠানিক স্বীকৃতির সার্টিফিকেট হাতে দর বাহাদুর খাপাঞ্জি।

সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের জন্য সুপরিচিত নেপাল। সেই নেপালেই বিশ্বের সবচেয়ে খর্বকায় তরুণের বাস। সম্প্রতি বিশ্বের সবচেয়ে খর্বকায় তরুণের স্বীকৃতি পেয়েছেন ২ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার দর বাহাদুর খাপাঞ্জি। সবচেয়ে খর্বকায় মানুষ হিসেবে ইতোমধ্যেই স্থান করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকেও।

মঙ্গলবার (২৪ মে) বাহাদুরের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির সার্টিফিকেট তুলে দেন দেশটির ট্যুরিজম বোর্ডের সিইও ধনঞ্জয় রেগমি।

জানা গেছে, ২০০৪ সালে জন্ম নেয়া বাহাদুরের উচ্চতা মাত্র ২ ফুট ৫ ইঞ্চি। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে এ তরুণের হাতে তুলে দেয়া হয়েছে গিনেজ স্বীকৃতির সার্টিফিকেট। বাহাদুরের এ স্বীকৃতিতে খুশি পরিবার। চান, তার লেখাপড়ায় সহযোগিতা।

দর বাহাদুর খাপাঞ্জির ভাই নারা বাহাদুর খাপাঞ্জি বলেন, আমার ভাই অন্য সবার মতো বেড়ে উঠেনি এটা দেখে কষ্ট পাই, তবে সে বিশ্বরেকর্ডের সার্টিফিকেট পাওয়ায় খুশি আমি। আশা করছি সবার সহযোগীতায় আমার ভাই সুশিক্ষিত মানুষ হবে।

প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বের সবচেয়ে খর্বকায় তরুণের স্বীকৃতি পেয়েছিলেন নেপালের খগেন্দ্র থাপা। যার উচ্চতা ছিলো ২ ফুট আড়াই ইঞ্চি। দুই বছর আগে মারা যান তিনি। বিশ্বের সবচেয়ে খাটো তরুণী নেপালেরই প্রতিবেশি দেশ, ভারতের জ্যোতি আমগে। ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখান ২ ফুট উচ্চতার এ তরুণী।

/এসএইচ

Exit mobile version