Site icon Jamuna Television

টেক্সাসের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ২১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারালো ১৮ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। পরে পুলিশের পাল্টা আক্রমণে নিহত হয় আততায়ী।

টেক্সাসের গভর্নর জানান, মঙ্গলবার (২৪ মে) সকালে রব এলিমেন্টারি প্রাইমারি স্কুলে চালানো হয় এ হামলা। এ সময়, শিক্ষার্থীরা সবাই ক্লাসে ছিল। গোলাগুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক শিক্ষক এবং স্কুলের দু’জন কর্মী। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

টেক্সাস পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে আততায়ীকে। তাকে ১৮ বছর বয়সী সালভাদর রামোস হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

টেক্সাস পুলিশ আরও জানায়, হামলার সময় তার কাছে একটি হ্যান্ডগান এবং একটি এআর- ফিফটিন রাইফেল ছিল। তবে, এখনো হামলার মোটিভ সম্পর্কে জানতে পারেনি নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, হামলার আগে বাড়িতেও সে তার দাদিকে হত্যা করেছে।

এ ঘটনায়, গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version