Site icon Jamuna Television

ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে পুলিশের গুলিতে নিহত ২১

ছবি: সংগৃহীত

ব্রাজিলে মাদক চোরাকারবারীদের ধরতে পুলিশের চালানো সাঁড়াশি অভিযানে প্রাণ হারালেন রিও ডি জেনেরিও’র ২১ বাসিন্দা।

মঙ্গলবার (২৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী রিও ডি জেনিরোর ভিলা ক্রুজারিও বস্তিতে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে তথ্য ছিল- অন্যতম শীর্ষ মাদক সম্রাট কমান্ডো ভারমেলো সেখানে আত্মগোপনে রয়েছেন। তার ইশারায় পরিচালিত হয় রিও’র বেশিরভাগ অপরাধ।

অভিযান চলাকালেই গ্যাং মেম্বারদের সাথে বাঁধে পুলিশের সংঘাত। গোলাগুলির মাঝে প্রাণ হারান ৪১ বছরের এক নারী। নিহতদের বাকিরা সবাই মাদক চোরাকারবারের সাথে জড়িত বলে জানা গেছে।

ঝটিকা অভিযানে বেশকিছু আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার করেছে রিও পুলিশ। জব্দ করা হয় অপরাধ কাজে ব্যবহৃত যানবাহন। গেলো বছর, রিও’র বস্তিতে চালানো অভিযানে প্রাণ হারিয়েছিলেন ২৮ জন।

/এসএইচ

Exit mobile version