Site icon Jamuna Television

মেক্সিকোর দুটি পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দুটি বারে গোলাগুলিতে প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। সোমবার (২৩ মে) স্থানীয় সময় রাতে গুয়ানা-হুয়াতো প্রদেশে হয় এ ঘটনা। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ জন বন্দুকধারীর একটি দল হামলা চালায় স্থানীয় ওই বার দুটিতে। হামলার শুরুতে বারের বাইরে একাধিক পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এরপর বারে প্রবেশ করে শুরু করে এলোপাতাড়ি গুলিবর্ষণ। এতেই ঘটে হতাহতের ঘটনা।

জানা গেছে, নিহতদের মধ্যে ৮ জন নারী ও তিন জন পুরুষ। পূর্ব শত্রুতার জেরে হামলা বলে মনে করছে স্থানীয় পুলিশ। ইতোমধ্যেই এ ঘটনা অনুসন্ধানে গঠিত হয়েছে তদন্ত কমিটি।

প্রসঙ্গত, মাদক ব্যবসার স্বর্গরাজ্য মেক্সিকোয় গ্যাং ভায়োলেন্স খুবই নিয়মিত ঘটনা। সম্প্রতি মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে গুয়ানহুয়াতো প্রদেশ।

/এসএইচ

Exit mobile version