Site icon Jamuna Television

টনসিল অপারেশনে প্রাণ গেলো শিশুর, চিকিৎসক পলাতক

নারায়ণগঞ্জ শহরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকদের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে স্বজনরা।

পুলিশ জানায়, টনসিলের অপারেশন করাতে গতকাল মুক্তি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এগারো বছরের শিশু নুসরাত আক্তার নীরাকে। বিকেলে হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন ডা. আহম্মেদ তারিক ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. আশরাফুল এনামের তত্ত্বাবধানে অপারেশন শুরু হয়। সন্ধ্যায় দুই চিকিৎসক নীরাকে মৃত বলে ঘোষণা করে কাউকে না বলে দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়েন। পরে পালিয়ে যান ক্লিনিকের মালিক নূরে আলম।

এক পর্যায়ে স্বজনরা বিক্ষোভ শুরু করলে হাসপাতালে বাকি স্টাফরাও পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version