Site icon Jamuna Television

ঢাকা টেস্টে বৃষ্টির হানা

বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্ট।

বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে ২য় টেস্টের ৩য় দিনের খেলা। যেখানে শেষ খবর পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান।

মিরপুরে ২২২ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করেন দিমুথ করুনারত্নে আর নাইটওয়াচম্যান রাজিথা। অবশ্য দিনের ২য় বলেই সাফল্য তুলে নেয় টাইগাররা। রাজিথাকে শূন্য রানে বোল্ড করেন এবাদত।

এরপর অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন করুনারত্নে। কিন্তু ৮০ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এ লঙ্কান ব্যাটার।

এর আগে প্রথম ইনিংসে মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২য় দিন পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ড্র করেছিল দুই দল।

/এসএইচ

Exit mobile version