Site icon Jamuna Television

নিজের মৃত্যুর গুজব শুনে বিস্মিত হানিফ সংকেত

দেশ বরেণ্য উপস্থাপক-নাট্যকার হানিফ সংকেত।

বাংলাদেশের দর্শকনন্দিত টেলিভিশন উপস্থাপক, লেখক ও নাট্যকার হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমন গুজবে বিস্মিত হয়েছেন হানিফ সংকেত নিজেও।

জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন অনেক নেটিজেন। কিন্তু, মৃত্যুর খবর পুরোপুরি গুজব বলে নিশ্চিত করেছেন হানিফ সংকেত নিজেই।

বুধবার (২৫ মে) দুপুরে যমুনা নিউজকে ফোনে হানিফ সংকেত বলেন, আমার মৃত্যু সংক্রান্ত একটি গুজব ছড়িয়েছে অথচ আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি। গুজব নিয়ে পেরেশানিতে আছি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন হানিফ সংকেত।

কথপোকথনের শেষে গুজব থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন দেশ নন্দিত এ উপস্থাপক-নাট্যকার।

/এসএইচ

 

Exit mobile version