Site icon Jamuna Television

ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী

ফাইল ছবি

ইভিএম জালিয়াতির মেশিন; এটি দিয়ে আওয়ামী লীগ জনগণের ভোট কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আমরা সুস্পষ্টভাবে বলেছি, ইভিএম একটি জালিয়াতির মেশিন। এটি দিয়ে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট হবে ব্যালটের মাধ্যমে। আর ইভিএম দিয়ে যে সুষ্ঠু ভোট সম্ভব নয় তা বিভিন্ন দেশে প্রমাণিত হয়েছে। আর প্রমাণিত এরকম ব্যবস্থা যখন জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে, তখন বুঝতে হবে সরকারের কোনো ষড়যন্ত্র রয়েছে।

আরও পড়ুন: ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই, আমরা সন্তুষ্ট: জাফর ইকবাল

/এম ই

Exit mobile version