Site icon Jamuna Television

বৃষ্টি বিঘ্নিত দিন শেষে ৮৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে ৮৩ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান।

মিরপুরে ২২২ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করেন দিমুথ করুনারত্নে আর নাইটওয়াচম্যান রাজিথা। দিনের ২য় বলেই রাজিথাকে শূন্য রানে বোল্ড করেন এবাদত। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন করুনারত্নে। কিন্তু ৮০ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন এই লঙ্কান ব্যাটার।

লাঞ্চের ঠিক আগ মুহূর্তে নামে বৃষ্টি। চার ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল চারটায় আবারও শুরু হয় দিনের খেলা। লম্বা বিরতির পরও মনঃসংযোগ হারায়নি ম্যাথুস-ডি সিলভা জুটি। দু’জনে তুলে নেন ফিফটি। তবে দিনের শেষভাগে সাকিবের তৃতীয় শিকার হয়ে ফেরেন ৫৮ রান করা ধানাঞ্জয়া ডি সিলভা। ম্যাথুস অপরাজিত আছেন ৫৮ রানে। সাকিব তিন ও এবাদত নিয়েছেন দুই উইকেট।

এর আগে, প্রথম ইনিংসে মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২য় দিন পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ড্র করেছিল দুই দল।

ইউএইচ/

Exit mobile version