Site icon Jamuna Television

শ্বশুরবাড়িতে আগুন দিয়ে জেল, ছাড়া পেয়ে আবার আগুন দিলো যুবক

ছবি: সংগৃহীত

শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে একবার জামাইকে গ্রেফতার করেছিল পুলিশ। জেল খেটে ফিরে এসে আবারও সেই একই কাণ্ড ঘটালো যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, মাস তিনেক আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ ওঠে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে। পুলিশ সেই ঘটনায় সুমনকে গ্রেফতার করে। কয়েক মাস জেল খাটার পর ফিরে আসে সুমন।

বুধবার সকালে সেই সুমনই আবার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করতে যায় বলে অভিযোগ। সেই সময় সুমনকে হাতেনাতে পাকড়াও করেন প্রতিবেশীরা। সুমনকে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। যদিও সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কী কারণে সুমনের শ্বশুরবাড়ির ওপর ক্ষোভ তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ফোনে ব্লক করেছেন প্রেমিকা, অভিমানে যুবকের আত্মহত্যা
ইউএইচ/

Exit mobile version