Site icon Jamuna Television

মরিনিয়োর অনন্য রেকর্ড

কনফারেন্স কাপের শিরোপা হাতে শিষ্যদের সাথে দ্য স্পেশাল ওয়ান হোসে মরিনিয়ো।

এএস রোমাকে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জিতিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন হোসে মরিনিয়ো। এই নিয়ে উয়েফার তিনটি ক্লাব টুর্নামেন্টেরই শিরোপা জেতা একমাত্র ম্যানেজার হলেন এই পর্তুগিজ মাস্টার মাইন্ড।

মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে কনফারেন্স কাপের ফাইনালে ডাচ কাপ ফেইনুর্দকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রোমা। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো উয়েফা কাপ জিতলো এএস রোমা।

আলবেনিয়া স্টেডিয়ামে মরিনিয়োর রেকর্ড নিয়েই আলোচনা ছিলো শুরু থেকে। ডাচ ক্লাব ফেইনুর্দের বিপক্ষে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয় ইতালিয়ান ক্লাবটির। একাধিকবার প্রতিপক্ষের ডি বক্সে ঢুকলেও গোলের দেখা পাচ্ছিলো না কেউই। তবে ম্যাচের ৩২ মিনিটে রোমাকে কাঙ্ক্ষিত গোল এনে দেন স্ট্রাইকার নিকোলো জানিওলা।

এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়েও রোমার রক্ষণ ভাঙতে পারেনি ফেইনুর্দ। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে প্রথমবারের মতো উয়েফার কোন শিরোপা জয় করে রোমা। সেই সাথে ম্যানেজার হিসেবে উয়েফার ৩ টুর্নামেন্ট- চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ আর ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েন হোসে মরিনিয়ো।

/এসএইচ

Exit mobile version