Site icon Jamuna Television

গোল্ডেন বুটসহ দেশে ফিরলেন সন

ইপিএলে গোল্ডেন বুট জয়ী প্রথম এশিয়ান সন হিয়ুং মিন।

এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতে দেশে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিয়ুং মিন। দেশের মাটিতে নামার সাথেসাথেই পড়েন ভক্তদের সামনে। বিমানবন্দরে সনকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন দক্ষিণ কোরীয় ফুটবল ভক্তরা।

মঙ্গলবার (২৫ মে) দেশে পৌছেই সংবর্ধনা পান সন। বিমানবন্দরেই গোল্ডেন বুটসহ দেখা যায় এ স্ট্রাইকারকে। সেখানে ফ্যানদের অভিবাদনের জবাবে তাদের উদ্দেশে হাত নাড়েন সন।

সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ গোল করে এবার মোহাম্মদ সালাহর সাথে যৌথভাবে টপ স্কোরার হয়েছেন সন। গত রোববার লিগের শেষ ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নামে টটেনহ্যাম হটস্পার। এ ম্যাচে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন এই কোরিয়ান ফুটবলার। এই দুই গোলের ফলে সালাহর সমান ২৩ গোল হয় সনের।



/এসএইচ

Exit mobile version