Site icon Jamuna Television

নির্বাচনের জন্য সরকারকে ৬ দিনের আলটিমেটাম দিলেন ইমরান খান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শেহবাজ শরিফের সরকারকে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নতুবা বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে রাজধানী ইসলামাবাদ অচল করে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার খাইবার পাখতুনখোয়া থেকে রাজধানীর উদ্দেশে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী। এর আগেই সরকার বাতিল করে ইসলামাবাদের ওই জনসভা। স্পর্শকাতর রেড জোনে মোতায়েন ছিল সেনাবাহিনী। কন্টেইনার ফেলে বন্ধ রাখা হয় প্রবেশের পথ। তাই করাচিতে বড় জন-সমাবেশ করেন ইমরান খান।

লং মার্চে অংশ নেওয়া মানুষ। ছবি: সংগৃহীত

সেখানে দেয়া ভাষণে তিনি বলেন, বিরোধীদের গতিরোধের মাধ্যমে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। আবারও অভিযোগ করেন, বিদেশ থেকে আমদানি করা হয়েছে এই সরকার। যারা সাঁড়াশি অভিযান আর ধরপাকড়ের মাধ্যমে অস্থিরতা ছড়াচ্ছে। প্রশাসনের পেটোয়া বাহিনীর হামলায় PTI’র পাঁচ কর্মী-সমর্থকের প্রাণ গেছে।

উল্লেখ্য, গেল এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে নানা নাটকীয়তা শেষে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান।

ইউএইচ/

Exit mobile version