Site icon Jamuna Television

স্কুলের গাছ থেকে আম পাড়ায় ছাত্র ও তার মাকে জুতাপেটার অভিযোগ

ছবি: সংগৃহীত

এক এসএসসি পরীক্ষার্থী ও তার মাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের পালপুর উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ানের বিরুদ্ধে।

জানা গেছে, গত শনিবার (২১ মে) স্কুলের গাছ থেকে আম পাড়ায় এ মারপিটের ঘটনা ঘটে। বুধবার (২৫ মে) রাতে জুতাপেটার ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনা জানাজানি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আম পাড়া নিয়ে স্কুল মাঠে মারধরের শিকার ছাত্র, তার মা ও শিক্ষকদের মধ্যে কথাবার্তা চলছিল। হঠাৎই প্রতিষ্ঠানটির লাইব্রেরিয়ান কামরুজ্জামান পায়ের জুতা খুলে ঐ শিক্ষার্থীকে পেটাতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীর মা ছেলেকে রক্ষার চেষ্টা করলে তিনিও জুতার আঘাত পান। পরে এ নিয়ে স্কুল পরিচালনা পর্ষদ বিষয়টি মীমাংসা করে দেন। 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল আলম জানিয়েছেন, দুপক্ষই মিলে যাওয়ায় অভিযুক্ত লাইব্রেরিয়ানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ নিয়ে এলাকায় অসন্তোষ রয়েছে।

/এসএইচ

Exit mobile version