Site icon Jamuna Television

ইউপি চেয়ারম্যানকে চড় মেরে গ্রেফতার যুবলীগ নেতার জামিন

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে থাপ্পড় মারার অভিযোগে গ্রেফতার পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগ আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে তাকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মুহম্মদ আব্দুন নূর তার জামিন আবেদন মঞ্জুর করেন। আব্দুর রাজ্জাক রাজার আইনজীবী ও জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দীন তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল থানায় অভিযোগ দিলে পুলিশ রাজাকে গ্রেফতার দেখায়।

সেদিন দুপুরে সদর উপজেলা পরিষদের সমন্বয় সভা শেষে ওই দুই জনপ্রতিনিধির তর্কে জড়িয়ে পড়ার ঘটনার পর কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ইউপি চেয়ারম্যান জলিলকে থাপ্পড় মারেন যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা। এরপর জলিলও পাল্টা চড় মারেন তাকে। এ নিয়ে হট্টগোল শুরু হলে পুলিশ ডাকেন উপজেলা নির্বাহী অফিসার। পরে পুলিশ হেফাজতে নেয়া হয় রাজাকে। মামলা হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়।

/এডব্লিউ

Exit mobile version