Site icon Jamuna Television

ম্যাথুস-চান্দিমালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড বাড়ছে

ছবি: সংগৃহীত

দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৭৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় তিন অঙ্ক ছুঁয়েছেন এই ব্যাটার। চট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছিলেন ১৮৩ বলে, এবার পেলেন ২৭৪ বলে। ম্যাথুসের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন চান্দিমালও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ৪৫৯ রান জমা করেছেন সফরকারীরা। অর্থাৎ ৯৪ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা।

মিরপুর টেস্টের চতুর্থ দিন ২৭৪ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন ম্যাথুস। টেস্ট ক্যারিয়ারে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের এটি ১৩তম সেঞ্চুরি। ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় শতকের ঘরে পা রাখেন এ লঙ্কান ব্যাটার। অন্যদিকে ১৮১ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকালেন চান্দিমাল।

আগের দিন ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায় আজ ৩০ মিনিট আগে শুরু হয়েছে খেলা।

এর আগে, মুশফিকুর রহিম ও লিটন দাসের রেকর্ড জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংস করে ৩৬৫ রান। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লিটন কুমার খেলেন ১৪১ রানে ইনিংস।

ইউএইচ/

Exit mobile version