Site icon Jamuna Television

সেনেগালের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সেনেগালে একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে অন্তত ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। তিনি বলেন, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের তিভাউয়ান শহরের আঞ্চলিক হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে শিশু বিভাগে কতজন শিশু ভর্তি ছিল সেই তথ্য জানানো হয়নি।

সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত। গেল মাসে দেশটির আরও একটি হাসপাতালে আগুন লেগে ৪ নবজাতকের মৃত্যু হয়।
আরও পড়ুন: ইউক্রেনের দুই অঞ্চলের বাসিন্দাদের নাগরিকত্ব ও পাসপোর্ট দিবে রাশিয়া
ইউএইচ/

Exit mobile version