Site icon Jamuna Television

ঝিনাইদহে ইয়াবাসহ মাদকসেবী গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মনিরুর ইসলাম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে পৌর শহরের বাজেবামনদাহ কারিকর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম ওই এলাকার মসলেম উদ্দীনের ছেলে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল কোটচাঁদপুর পৌর শহরের বাজেবামনদাহ পাড়ায় অভিযান চালায়। এ সময় মাদকসেবী মনিরুলকে গ্রেফতার করা হলে তার স্বীকারোক্তি অনুযায়ী ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রমমাণ আদালত।

এটিএম/

Exit mobile version