Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

ইসরায়েলি হামলায় প্রাণ হারালো ফিলিস্তিনের এক কিশোর। বুধবার (২৫ মে) ১৬ বছর বয়সী গেইথ ইয়ামিনের জানাজাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার সকালেই দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালায় ইহুদি সেনাবহর। তাতে মাথায় গুলিবিদ্ধ হয় ঐ কিশোর। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এক টুইটবার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নাবলুসের একটি ধর্মীয় স্থাপনায় যাওয়া ইহুদিদের ওপর পাথর-পেট্রোল বোমা ছুঁড়ছিল ফিলিস্তিনিরা। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোঁড়া হয় এলোপাতাড়ি গুলি। অঞ্চলটিতে কর্মরত রেড ক্রিসেন্টের দাবি, সংঘাতে আহত হয়েছেন কমপক্ষে ৮০ ফিলিস্তিনি। চলতি বছর ইসরায়েলের হামলায় ৪৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

/এডব্লিউ

Exit mobile version