Site icon Jamuna Television

আরব আমিরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভারতীয়সহ নিহত ২

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাকিস্তান ও ভারতীয় নাগরিকসহ মোট ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২০ জন। আহতের ভেতর ১০৬ জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। খবর এনডিটিভির।

সোমবার (২৩ মে) বিকেলে আবুধাবির একটি রেস্তোরাঁয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকের নিহতের কথা নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন এবং ১০৬ জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এছাড়া মৃতদেহ দ্রুত প্রত্যাবাসনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আরেক নিহত পাকিস্তানী নাগরিকের জাতীয়তা নিশ্চিত করেছে এবং এ বিষয়ে দাফতরিক কাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে।

এটিএম/

Exit mobile version